ঢাকা: মে দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১ মে) বন্ধ থাকবে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল। তবে শপিং মলে থাকা ‘টগি ফান ওয়ার্ল্ড’ ও ‘স্টার সিনেপ্লেক্স’ তাদের নির্ধারিত সময় অনুযায়ী খোলা থাকবে।
বুধবার (২৯ এপ্রিল) শপিং মলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ‘বসুন্ধরা সিটি শপিং মলের ভিজিটরদের জানানো যাচ্ছে, মে দিবস উপলক্ষে ১ মে শপিং মল বন্ধ থাকবে। বি: দ্র: টগি ফান ওয়ার্ল্ড ও স্টার সিনেপ্লেক্স তাদের নির্ধারিত সময় অনুযায়ী খোলা থাকবে। ’
বসুন্ধরা সিটি শপিং মল বাংলাদেশের অন্যতম ব্যস্ততম এবং প্রাণবন্ত মার্কেট। পোশাক থেকে শুরু করে স্মার্টফোনসহ ইলেকট্রনিক্স সব পণ্যের দোকান রয়েছে এখানে। যে কারণে ঢাকাসহ সারা দেশের ক্রেতাদের কাছে এ মার্কেট সবচেয়ে জনপ্রিয়। এছাড়া শিশুদের আকর্ষণ দক্ষিণ এশিয়ার বৃহত্তম ভিআর থিম পার্ক ‘টগি ফান ওয়ার্ল্ড’ ও স্টার সিনেপ্লেক্সের কারণে সারা বছরই জমজমাট থাকে এ শপিং কমপ্লেক্সটি।
এসএএইচ