ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ১৬ লাখ ছাড়ালো

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, মে ৭, ২০২৫
অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ১৬ লাখ ছাড়ালো

ঢাকা: জনপ্রিয় হচ্ছে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল। নির্দিষ্ট সময়ের পরও মানুষ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করছে।

সর্বশেষ অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা সংখ্যা ১৬ লাখ ছাড়িয়ে গেছে। একই সময়ে ২০ লাখের বেশি করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

বুধবার (৭ মে) এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট দপ্তর।

এনবিআর জানায়, আয়কর দিবসের পর চরিমানাসহ জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি চালু রাখে। সে সঙ্গে রিটার্ন দাখিলের পর করদাতা রিটার্নে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আয়কর আইন ২০২৩ এর ১৮০(১) ধারা মোতাবেক মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ঘরে বসেই সহজে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে পারছেন।

সর্বশেষ ৭ হাজার ২২৫ জন করদাতা অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করেছেন।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের পর অনলাইনে সনদ প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। অনলাইন সেবা গ্রহণে উৎসাহিত করতে এটা নিশ্চিত করা হচ্ছে।

১৬ ফেব্রুয়ারি ২০২৪-২৫ অর্থ বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার তারিখ শেষ হয়। এরপর জরিমানা দিয়ে আয়কর রিটার্ন চালু রয়েছে। এর আগে ৩১ জানুযারি আয়কর রিটার্ন দেওয়ার শেষ দিন ছিল। শীর্ষ আয়কর দাতা প্রতিষ্ঠানের দাবির প্রেক্ষিতে সময় বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি ধার্য করা হয়।

জেডএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।