ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৯ প্রতিষ্ঠানকে জনকল্যাণমূলক ঘোষণা করে করছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, মে ২৮, ২০২৫
৯ প্রতিষ্ঠানকে জনকল্যাণমূলক ঘোষণা করে করছাড় ফাইল ছবি

নয় প্রতিষ্ঠানকে জনকল্যাণমূলক ঘোষণা করে এসব প্রতিষ্ঠানে প্রদত্ত অনুদানে করছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  

প্রতিষ্ঠানগুলো হলো—বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, এসওএস চিলড্রেন ভিলেজি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, রোগীকল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আহছানিয়া মিশন, পালিয়াটিভ কেয়ার  সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) এবং আগামী এডুকেশন ফাউন্ডেশন।

গত সোমবার (২৬ মে) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমানের স্বাক্ষরে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়। বুধবার (২৮ মে) এ তথ্য জানায় এনবিআর।

প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে এসব ‘প্রতিষ্ঠানসমূহকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে পণ্য করে এসব প্রতিষ্ঠানের অনূকুলে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার দেওয়া অনুদানকে আয়কর হতে রেয়াত করা হলো।

অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জেডএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।