ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দিলেও মালিকানা দিচ্ছি না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, জুলাই ২, ২০২৫
চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দিলেও মালিকানা দিচ্ছি না

ঢাকা: চট্টগ্রাম বন্দরের পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানি দুবাই পোর্ট ওয়ার্ল্ডকে (ডিপি ওয়ার্ল্ড) দেই বা যাকেই দেই মালিকানা কিন্তু আমাদের কাছেই থেকে যাবে। আমরা তাদের মালিকানা দিচ্ছি না বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

বুধবার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম বন্দরে চেয়ারম্যান বলেন, প্রথমতো আমরা আগে নিরাপত্তা দেখবো। আমরা অপারেশনের দায়িত্ব দুবাই পোর্ট ওয়ার্ল্ড (ডিপি ওয়ার্ল্ড) দিচ্ছি বা যাকেই দেই মালিকানা কিন্তু আমাদের কাছেই থেকে যাবে। আমরা তাদের মালিকানা দিচ্ছি না। সেখানে এ প্রশ্নটা কোনোভাবেই আসে না। দ্বিতীয়ত হলো, যখন কোনো পোর্টে বিশ্বমানের অপারেটর আসবে তখন কিন্তু তারা বড় বড় লাইনার সার্ভিস এখানে নিয়ে আসবে।

তিনি বলেন, আমাদের এখানে অনেক পুরোনো জাহাজ আছে। যখন ডিপি ওয়ার্ল্ডের মতো কোম্পানি আসবে তখন দেখবেন আধুনিক জাহাজ ও বড় বড় লাইনার সার্ভিস যারা আছে তারা এখানে আসবে। এতে পোর্টের দক্ষতা বাড়বে, টার্নওভার টাইম সেটা কমিয়ে আনবে। তারা নতুন নতুন রুট তৈরি করবে। এখন আমাদের সিঙ্গাপুরের ওপর ট্রান্সশিপমেন্টের জন্য নির্ভর করতে হয়, কলম্বোর ওপর নির্ভর করতে হয়।

তিনি আরও বলেন, ডিপি ওয়ার্ল্ডের মতো কোম্পানি এলে তারা নতুন সরাসরি রুট বের করবে। এতে জাহাজের ভাড়া, কন্টেইনারের ভাড়া কমে যাবে। আমাদের জাহাজের ভাড়া ও কন্টেইনারের ভাড়া এ উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি। এটা আমরা ওয়ান/ থার্ডে কমিয়ে নিয়ে আসতে পারবো। সেটার একটা ইতিবাচক প্রভাব সাধারণ মানুষের মধ্যে পড়বে।

বর্তমানে আমরা কতোগুলো কন্টেইনার হ্যান্ডেল করতে পারছি তারা আসলে কতোগুলো পারবে এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আমার মনে হয় এখন যেটা আছে সেটার থেকে ১৫ থেকে ২০ শতাংশ বেশি করতে পারবো। এখন আমরা প্রতিদিন সাড়ে ৩ থেকে ৫ হাজার পর্যন্ত কন্টেইনার হ্যান্ডেল করতে পারি। তারা এলে সেটা ছয় হাজার ছাড়িয়ে যাবে। তারা এলে ক্যাপাসিটি ও দক্ষতাও বাড়বে।  

আগামী ছয় মাস বাংলাদেশ নৌবাহিনী বন্দর পরিচালনা করবে। তারপরে কি আপনারা ডিপি ওয়ার্ল্ডকেই দায়িত্ব দেবেন নাকি অন্য কোনো বিদেশি কোম্পানিকে দেবেন। এমন প্রশ্নের জবাবে বন্দর চেয়ারম্যান বলেন, আগামী ৬ মাসের জন্য বন্দর পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকেই দেওয়া হচ্ছে। এরপর যেটা হলো আমাদের ট্রানজেকশন উপদেষ্টা নিয়োগ দেওয়া আছে। তিনি সব বিষয় নিয়েই কাজ করছেন। অন্যান্য সাইডে ডিপি ওয়ার্ল্ড কাজ করছে গত ৪ বছর ধরে। এরপর দুইটা পার্টির মধ্যে নেগোসিয়েশন হবে। আমাদের দিক থেকে কাজ শেষ ডিপি  ওয়ার্ল্ড তারা সব ডেটা নিয়েছে তাদের এখন যত দিন লাগে।

যদি বিদেশি কোনো প্রতিষ্ঠানকে চট্টগ্রাম পোর্ট পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটা ডিপ ওয়ার্ল্ডকেই দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আমাদের সরকারের জিটুজি একটা চুক্তি আছে অনেক আগে থেকেই। এখন নেগোসিয়েশনের ওপর নির্ভর করছে।

তাদের সঙ্গে চুক্তি কতো দিনের জন্য হবে। এতে করে কি আমাদের আয় বাড়বে জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই আয় বাড়বে, আমরা একটা সাইনিং মানি পাবো। আমার মনে হচ্ছে আমরা ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ডলারের একটা ফরেন কারেন্সি পাবো।

জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।