ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

খুলনায় কৃষি ব্যাংকে লুটের ঘটনায় মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, আগস্ট ১৬, ২০২৫
খুলনায় কৃষি ব্যাংকে লুটের ঘটনায় মামলা

খুলনা: খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের রূপসা ঘাট শাখায় ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট হয়েছে। এ ঘটনায় শনিবার (১৬ আগস্ট) বিকেলে শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম থানায় মামলা করেছেন।

পুলিশ এখনো এ ঘটনার মূল দুষ্কৃতকারীদের ধরতে পারেনি। তবে ব্যাংকের তিন নিরাপত্তা প্রহরী আফজাল হোসেন, আবুল কাশেম ও তরিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

খুলনার রূপসা ঘাট এলাকার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কৃষি ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজ মোতাবেক, শুক্রবার (১৫ আগস্ট) ভোরের দিকে এই লুটের ঘটনা ঘটে বলে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে সিসিটিভি ফুটেজে একজন দুর্বৃত্তকে দেখা গেলেও তার মুখে কাপড় দিয়ে বাঁধা থাকায় তাকে চিহ্নিত করা যায়নি। দুর্বৃত্তদের চিহ্নিত করতে ব্যাংকের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে থানা পুলিশ।

কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, আমাদের ব্যাংকের ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল, যা লুট হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়। সিসিটিভির ফুটেজ মোতাবেক ওই দিন ভোরের দিকে ব্যাংক চুরির ঘটনা ঘটে। আমরা ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। ব্যাংকের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, পূর্ব রূপসা পেট্রোল পাম্প ও পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির কাছে খুলনা-মোংলা মহাসড়কের অবস্থিত কৃষি ব্যাংকের রূপসা ঘাট শাখায় শুক্রবার রাত সাড়ে ১০টায় নিরাপত্তা প্রহরী আবুল কাশেম ব্যাংকে এসে দেখেন, মেইন গেটের তালা ভাঙা। ভেতরে ঢুকে তিনি দেখেন মূল গেট ও লকারও ভাঙা অবস্থায় রয়েছে এবং সবকিছু এলোমেলো। তিনি বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পরে ব্যাংকের ক্যাশিয়ার পুলিশের উপস্থিতিতে লেজার ও ক্যাশ মিলিয়ে দেখা যায়, ১৬ লাখ ১৬ হাজার টাকা নেই।

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।