ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

‘তুলা আমদানিতে ২ শতাংশ এআইটি ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩২, জুলাই ৭, ২০২৫
‘তুলা আমদানিতে ২ শতাংশ এআইটি ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার হবে’ বক্তব্য রাখছেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল/ ফাইল ফটো

ঢাকা: তুলা আমদানির ওপর আরোপিত দুই শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।  

সোমবার (৭ জুলাই) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, নতুন বাজেটে দুটি বড় পরিবর্তন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে— স্পিনিং শিল্পের প্রধান কাঁচামাল তুলা আমদানিতে দুই শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) এবং স্থানীয়ভাবে উৎপাদিত সুতার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট/ মূসক) ৬৭ শতাংশ বাড়িয়ে প্রতি কেজিতে তিন টাকা থেকে পাঁচ টাকা করার কারণে।

শওকত আজিজ রাসেল বলেন, বাজেটে তুলা আমদানির ওপর দুই শতাংশ এআইটি (অগ্রিম আয়কর) আরোপ করার বিষয়ে আমাদের ক্ষোভের জায়গাটা উপদেষ্টাকে জানিয়েছি। এটা যে আমাদের শিল্পের জন্য বোঝা, তিনিও সেটা বুঝতে পেরেছেন এবং নোট নিয়েছেন। আশা করছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ সমস্যার সমাধান হবে।

বৈঠক শেষে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি অর্থ উপদেষ্টা। তবে বৈঠক সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে বিষয়টি পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়েছে। একইসঙ্গে বলা হয় যে, আয়কর খাত থেকে রাজস্ব বাড়াতে সরকার একই কর ১৫২টি পণ্যে আরোপ করেছে। শুধু এ খাতে এআইটি প্রত্যাহার করা হলে অন্যান্য খাতও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলবে। তাই এআইটি প্রত্যাহারের পরিবর্তে সরকারের পক্ষ থেকে অন্যান্য নীতি সহায়তার মাধ্যমে বিষয়টি সমন্বয়ের প্রস্তাবও দেওয়া হয়েছে।  

বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরীসহ এ খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।