ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ঢাকার বাজারে কাঁচা মরিচের কেজি ৩২০ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪০, জুলাই ১১, ২০২৫
ঢাকার বাজারে কাঁচা মরিচের কেজি ৩২০ টাকা

সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে কাঁচা মরিচের বাজার। গত দুই দিনের ব্যবধানে দাম বেড়েছে ১২০ টাকা পর্যন্ত।

খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।  

ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে পানি জমে যাওয়া মরিচের গাছ মরে গেছে। এতে উৎপাদন কমে যাওয়ায় অস্বাভাবিক দাম বেড়েছে মরিচের।

শুক্রবার (১১ জুলাই) রাজধানী মিরপুরের শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।  

বাজার ঘুরে দেখা গেছে,  দুইদিন আগেও কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ টাকা কেজিতে। আজ ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বেড়ে যাওয়ায় অনেক দোকানি কাঁচা মরিচ বিক্রি করছেন না। যারা বিক্রি করছেনও অন্যান্য দিনের তুলনায় কম পরিমাণে পাইকারি বাজার থেকে কিনে আনছেন।

তালতলা বাজারে তরকারি বিক্রেতা সাইফুল বলেন, পাইকারি বাজারে কাঁচা মরিচের পাল্লা এক হাজার ২০০ টাকা থেকে এক হাজার ৩০০ টাকা এরপর যাতায়াত খরচ তো রয়েছে। প্রতিদিন এক পাল্লা মরিচ আনলেও আজ ১ কেজি মরিচ এনেছি। এভাবে দাম বাড়লে মরিচ বিক্রি বন্ধ করে দেব।

শেওড়াপাড়া বাজারের তরকারি বিক্রেতা দেলোয়ার হোসেন বলেন, দুইদিন আগেও ২০০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি করেছি। গতকাল ২৪০ টাকা বিক্রি করলেও আজ পাইকারি বাজারেই কেজিতে দাম বেড়েছে ৮০ থেকে ১০০ টাকা।  

হঠাৎ করেই কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যেও ক্ষোভ দেখা গেছে। ক্রেতারা বলছেন, এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম এভাবে বেড়ে যাওয়াটা মেনে নেওয়া যায় না। এজন্য বাজারে সরকারের মনিটরিং জোরদার করা প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।

এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।