ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

পূর্বাচলের ৩০০ ফিটে কৃষকের বাজার চালু হচ্ছে আজ

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৭, অক্টোবর ১০, ২০২৫
পূর্বাচলের ৩০০ ফিটে কৃষকের বাজার চালু হচ্ছে আজ

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে এবং কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রেতা ও ক্রেতাদের কাছে পৌঁছে দিতে রাজধানীর পূর্বাচলে ৩০০ ফুট সড়কের পাশেই বৃহৎ বিকল্প বাজারব্যবস্থা চালু হচ্ছে। ১২ বিঘা জায়গায় এ ‘কৃষকের বাজার’ শুক্রবার (১০ অক্টোবর) উদ্বোধন করা হবে।

৩০০ ফিট সড়কের উত্তর পাশে বৌড়া এলাকায় পুলিশ হাউজিং গেটসংলগ্ন স্থানে কৃষকের বাজার গড়ে তোলা হয়েছে।

জানা গেছে, বাজারে সব পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত থাকবে। যা দেখে ক্রেতারা সহজে পণ্য ক্রয় করতে পারবেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। সাত হাজার বর্গফুটের একটি সুপার শপও করা হচ্ছে। কয়েকজন উদ্যোক্তা মিলে কৃষকের বাজারটি বাস্তবায়ন করছেন।

জায়গাটি আগামী ১০ বছরের জন্য ভাড়া নিয়েছেন তারা। এরই মধ্যে বাজারের অবকাঠামো নির্মাণে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হয়েছে বলে উদ্যোক্তারা দাবি করেছেন। সবজি, পেঁয়াজ, রসুন, আলু, মাছ-মাংস বিক্রির জন্য আলাদা করে বড় বড় শেড তৈরির করা হয়েছে। গরু ও মুরগির মাংস বিক্রির জন্যও আলাদা শেড করা হয়েছে।

কৃষকদের জন্য বাজারব্যবস্থার পাশাপাশি ক্রেতাদের নানা সুবিধা নিশ্চিত করা হচ্ছে। বাজারের একপাশে একটি ফুড কোর্ট স্থাপন করা হয়েছে। এই ফুড কোর্টে প্রায় ৩০ থেকে ৩৫টি ফাস্ট ফুডের দোকান থাকবে। সাত হাজার স্কয়ার ফিটের একটি সুপারশপও করা হচ্ছে। জানা গেছে, কয়েকজন উদ্যমী উদ্যোক্তা মিলে কৃষকের বাজারটি বাস্তবায়ন করছেন।

আগামীতে মিরপুর, হাজারীবাগ বেড়িবাঁধ ও যাত্রাবাড়ী এলাকায় আরও তিনটি কৃষকের বাজার তৈরি করা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ফার্মার্স মার্কেট লিমিটেডের এ বাজারে কৃষকরা সরাসরি নিজেদের উৎপাদিত শাক-সবজি, পেঁয়াজ, রসুন, আলু, মাছ, মাংস, ডিম, পটোল, লাউ, বেগুন, ঝিঙা, চিচিঙ্গা, মরিচ, পেঁপে, বেগুন ও ফলসহ নানা পণ্য বিক্রি করতে পারবেন। এখানে ২০ টাকা বা তার চেয়েও কম দামে মিলবে সবজি।

বাজারে পাইকারি ও খুচরা উভয় ধরনের ক্রেতার জন্যই ব্যবস্থা থাকবে। কৃষকের বাজার থেকে ভোক্তারা অন্য সব বাজারের তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ কম দামে পণ্য কিনতে পারবেন। ফড়িয়া থেকে আড়তদার, আড়তদার থেকে পাইকারি, পাইকারি থেকে খুচরা এভাবেই পণ্যের দাম বাড়ে। এখানে সরাসরি কৃষকের সঙ্গে ক্রেতাদের ন্যায্যমূল্যে পণ্য কেনাবেচা হবে।

এনডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।