ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৩, আগস্ট ১, ২০২৫
১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এর আগে বাংলাদেশকে পাঠানো এক চিঠিতে দেশটির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। তবে শেষ পর্যন্ত সেই প্রস্তাবিত হার থেকে ১৫ শতাংশ কমিয়ে নতুন হার কার্যকর করার ঘোষণা দেওয়া হলো।

এপ্রিলে বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। পরে ওই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়। এ সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন।

পরে প্রথম দফায় ২ শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। পাল্টা শুল্ক নিয়ে বাংলাদেশের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে টানা তিন দিন আলোচনা করে। এরপরই নতুন শুল্ক নির্ধারিত হলো। বর্তমানে গড় শুল্কহার ১৫ শতাংশ। ফলে নতুন ২০ শতাংশসহ মোট শুল্ক দাঁড়ালো ৩৫ শতাংশে।

হোয়াইট হাউস নতুন করে যেসব দেশের ওপর ১৫ শতাংশের বেশি শুল্ক আরোপ করেছে, তার মধ্যে রয়েছে আলজেরিয়া, বাংলাদেশ, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রুনেই, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, কাজাখস্তান, লাওস, লিবিয়া, মালয়েশিয়া, মলদোভা, মিয়ানমার, নিকারাগুয়া, পাকিস্তান, ফিলিপাইন, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, সিরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, তিউনিসিয়া ও ভিয়েতনাম।

এর মধ্যে সর্বোচ্চ শুল্কহার ৪১ শতাংশ আরোপ করা হয়েছে সিরিয়ার ওপর। এরপর রয়েছে মিয়ানমার ও লাওস (৪০ শতাংশ), সুইজারল্যান্ড (৩৯ শতাংশ), ইরাক ও সার্বিয়া (৩৫ শতাংশ), বসনিয়া, আলজেরিয়া, লিবিয়া ও দক্ষিণ আফ্রিকা (৩০ শতাংশ)।  

ভারত, ব্রুনেই, কাজাখস্তান, মলদোভা ও তিউনিসিয়ার ওপর শুল্ক ২৫ শতাংশ।  বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাইওয়ান ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও থাইল্যান্ডের ওপর ১৯ শতাংশ এবং নিকারাগুয়ার ওপর ১৮ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।  

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তির আওতাভুক্ত নয় এমন পণ্যের ওপর এই দুটি দেশ এখনও উচ্চ শুল্কের আওতায় থাকবে।  বৃহস্পতিবার মেক্সিকো ২৫ শতাংশ শুল্ক আরও ৯০ দিন পর্যন্ত বহাল রাখার বিষয়ে সম্মত হয়েছে।  

প্রথমে ধারণা করা হয়েছিল, নতুন শুল্ক ব্যবস্থা শুক্রবার থেকেই কার্যকর হবে।  তবে হোয়াইট হাউস জানিয়েছে, আগস্ট ৭ থেকে নতুন শুল্ক কার্যকর হবে, যাতে কাস্টমস এবং বর্ডার প্রোটেকশন কর্তৃপক্ষ নতুন শুল্ক আদায়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারে।

অন্যদিকে, কানাডার অব্যাহতি না পাওয়া পণ্যের ওপর শুক্রবার (১ আগস্ট) রাত ১২টা ১ মিনিট থেকে ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হবে, যা আগে ছিল ২৫ শতাংশ।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।