ঢাকা: বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে বিদেশি বিনিয়োগ সম্মেলন–২০২৫।
বুধবার (১৩ আগস্ট) বনানীর শেরাটন হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের আয়োজনে এই সম্মেলন শুরু হয়।
দেশি-বিদেশি বিনিয়োগকারী, নীতি নির্ধারক এবং বাজার বিশেষজ্ঞরা এতে অংশ নিয়েছেন।
এই সম্মেলনে বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য কী ধরনের সুযোগ রয়েছে-তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেছেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে শুধু বাজারের স্থিতিশীলতাই যথেষ্ট নয়, বরং আধুনিক প্রযুক্তি, স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি নীতি সহায়তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ বর্তমানে ‘ইমার্জিং ফ্রন্টিয়ার মার্কেট’ হিসেবে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে পরিচিতি পাচ্ছে। সঠিক নীতি ও কৌশল গ্রহণ করলে বাংলাদেশ খুব দ্রুত একটি শক্তিশালী বিনিয়োগ গন্তব্যে পরিণত হতে পারে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে টেকসই প্রবৃদ্ধির বিশাল সুযোগ রয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, ব্র্যাক ব্যাংক পিএলসির চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান মোমিনুল ইসলাম
এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান।
সম্মেলনের প্রথম পর্বের শেষে অতিথিদের সম্মাননা দেওয়া হয়।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম।
ইএসএস/এসআইএস