ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রিজার্ভ চুরি: ফিলিপ‍াইনের ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্তের তথ্য জানাল সিআইডি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৯, সেপ্টেম্বর ২১, ২০২৫
রিজার্ভ চুরি: ফিলিপ‍াইনের ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্তের তথ্য জানাল সিআইডি প্রতীকী ছবি

ঢাকা: হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) ৮১ মিলিয়ন বা আট কোটি ১০ লাখ ডলার ‘আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত’ করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

রোববার (২১ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, আদালতের মাধ্যমে সিআইডি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসির ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে।

বিকেলে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে হ্যাকিংয়ের মাধ্যমে ১০১ মিলিয়ন বা ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়ে যায়। এর মধ্যে ২০ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়া হয় শ্রীলঙ্কায়, যা পরে ফেরত আনা হয়।

আর ৮১ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়া হয় ফিলিপাইনের মাকাতি শহরে আরসিবিসির একটি শাখায়।

প্রায় সাড়ে আট বছর ধরে বিভিন্ন আইনিপ্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার পর সিআইডি এই অর্থ বাজেয়াপ্ত করার তথ্য দিল।

এজেডএস/এসআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।