ঢাকা, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ঢাকায় চলছে ‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৪, সেপ্টেম্বর ২৫, ২০২৫
ঢাকায় চলছে ‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী ঢাকায় চলছে ‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমকালো আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে ‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী।

পাঁচদিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়েছে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)।

 

দ্বিতীয় দিনে দর্শনার্থী, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে ওঠে প্রদর্শনী প্রাঙ্গণ।  মেড ইন পাকিস্তান

বড় বড় প্যাভিলিয়ন আর রঙিন স্টলগুলোতে পাকিস্তানের একশ’রও বেশি প্রতিষ্ঠানের পণ্য সাজানো হয়েছে। কোথাও ঝলমলে জুয়েলারি, কোথাও আবার দেশীয় ডিজাইনের সঙ্গে মিশে থাকা রেডিমেড পোশাকের বৈচিত্র্য।  

এদিন কসমেটিকস, চামড়াজাত পণ্য, সুগন্ধি, খাদ্য ও পানীয়, খেলাধুলার সামগ্রীসহ নানান পণ্য দেখতে ও কিনতে ভিড় জমান ক্রেতারা।

প্রদর্শনীতে ঘুরে দেখা গেছে, সকাল থেকেই দোকানিদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। কেউ পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরেন, কেউ আবার বিশেষ ছাড় দিচ্ছেন ক্রেতাদের আকৃষ্ট করতে। কয়েকটি স্টলে দুপুরের মধ্যেই বিক্রি জমে ওঠে। মেড ইন পাকিস্তান

আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য খোলা থাকে। ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের পাশাপাশি পাকিস্তানি পণ্যের নতুন বাজার তৈরির লক্ষ্যেই এ আয়োজন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।