ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং সেবা মধুমতি ব্যাংকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, জানুয়ারি ২২, ২০১৫
রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং সেবা মধুমতি ব্যাংকে ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাণিজ্য মেলা থেকে: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মধুমতি ব্যাংক লিমিটেড-এ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত যাবতীয় ব্যাংকিং কার্যক্রমের সুবিধা পাচ্ছেন গ্রাহকরা।
 
মেলার শুরু থেকেই গ্রাহকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ব্যাংকটি এ উদ্যোগ নিয়েছে।

বাণিজ্য মেলার ভিআইপি গেট সংলগ্ন ০৩ নম্বর রিজার্ভ মিনি প্যাভিলিয়নে রয়েছে মধুমতি ব্যাংকের ডামি ব্রাঞ্চ।
 
ব্রাঞ্চ সূত্র জানায়, চতুর্থ প্রজন্মের নয়টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি মুনাফা অর্জনকারী মধুমতি ব্যাংক লিমিটেড মেলায় দিচ্ছে মধুমতি ডিপোজিট স্কিমসহ সব ধরনের অ্যাকাউন্ট খোলা, যাবতীয় লোন সম্পর্কে প্রাথমিক ধারণা ও ডকুমেন্ট সংগ্রহ পদ্ধতি, মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সুবিধা ভিত্তিক অ্যাকাউন্ট, চেক বই ও এটিএম কার্ড সরবরাহ, পে-অর্ডার ইস্যু, ক্লিয়ারিং চেক গ্রহণ এবং ২৪ ঘণ্টা এটিএম বুথে টাকা উত্তোলনের সেবা।
 
ডামি ব্রাঞ্চ’র মূল দায়িত্বে আছেন ব্যাংকটির প্রিন্সিপাল অফিসার মীর সাফাত নেওয়াজ।

বাংলানিউজকে তিনি জানান, মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো আমাদের ব্যাংকের মাধ্যমে রাত ১০টা পর্যন্ত টাকা জমা দেওয়ার সুবিধা পাচ্ছেন। এতে ব্যবসায়ীরা সারাদিন ব্যবসা করার পর নিরাপদে ব্যাংকে টাকা জমা রাখার সুবিধা পাচ্ছেন। আধুনিক মানের সেবা দেওয়ায় গ্রাহকরা সন্তুষ্টি প্রকাশ করছেন।

সার্বিক বিষয়ে মধুমতি ব্যাংক লিমিটিডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শাহীন হাওলাদার বাংলানিউজকে জানান, দেশের সংস্কৃতির ধারার সঙ্গে মিশে গিয়ে সবার মাঝে সব ধরনের ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরাই একমাত্র ব্যাংক যারা মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সেবা দিচ্ছি।
 
এছাড়া কৃষি, এসএমই লোনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে মধুমতি ব্যাংক। ‘Your Access to Success’ স্লোগান নিয়ে চতুর্থ প্রজন্মের  ব্যাংকটি আধুনিক মানের ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।