ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জেনেভা যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
জেনেভা যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বালি ঘোষণা বাস্তবায়নে উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সোমবার (০২ ফেব্রুয়ারি) ঢাকা ত্যাগ করবেন তিনি।

ডব্লিউটিও-এর সদর দপ্তরে ৫-৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এ সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) অনুকূলে সার্ভিসেস ওয়েভার সিদ্ধান্ত বাস্তবায়নের কথা রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেবা খাতে স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি) দ্রুত ও অর্থপূর্ণ বাজারসুবিধা দিতে  ২০১১ সালে র্সার্ভিসেস ওয়েভার সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু সেবা খাতের ধরণ জটিলতার কারণে ও প্রয়োজনীয় তথ্য উপাত্তের অভাবে এখনও কোনো সুবিধা পায়নি এসব দেশ।

এসব বিষয় নিয়ে আলোচনার জন্য এলডিসিভুক্ত দেশগুলোকে সম্মিলিত হওয়ার অনুরোধ জানানো হয়। আর ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সম্মেলনের আহ্বান করা হয়।

বিজ্ঞতিতে আরও জানানো হয়, সেবা খাতের বাজারে প্রবেশাধিকার সুবিধা পাওয়া গেলে তা পণ্য বাণিজ্যের শুল্কমুক্ত সুবিধার মতোই। যা দেশের সম্ভাবনাময় সেবা খাতের জন্য অত্যন্ত ফলদায়ক।

সম্মেলনে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনারও সুযোগ সৃষ্টি হবে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে আরও আছেন- বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অমিতাভ চক্রবর্তী ও উপ-পরিচালক মো. মাসুকুর রহমান সিকদার, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ড. মোস্তফা আবিদ।

বাংলাদেশ সময় : ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।