ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ব্যাংকের নতুন ডিএমডি ফজলুল করিম

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, ফেব্রুয়ারি ৪, ২০১৫
আল-আরাফাহ্ ব্যাংকের নতুন ডিএমডি ফজলুল করিম মো. ফজলুল করিম

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে মো. ফজলুল করিমকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এর আগে তিনি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।



বুধবার (০৪ ফেব্রুয়ারি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মো. ফজলুল করিম ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ১৯৮৪ সালে তিনি অগ্রণী ব্যাংকে যোগ দেন। ওই ব্যাংকের আন্তর্জাতিক বিভাগ, পার্সোনাল বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ এবং জোনাল অফিসসহ বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন তিনি।

পরবর্তীতে ২০০৯ সালে তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা এবং মতিঝিল শাখায় (প্রধান শাখা) শাখাপ্রধান হিসাবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।

পেশাগত সাফল্যের স্বীকৃতি স্বরূপ অগ্রণী ব্যাংক লিমিটেড এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের তরফে একাধিক অ্যাওয়ার্ড লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫/আপডেটেড- ১৮৩৪ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।