ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

উত্তরা ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
উত্তরা ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ কর্মশালা

ঢাকা: উত্তরা ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের জন্য গত ১৪ ফেব্রুয়ারি ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজধানীর মতিঝিলে সদর ব্যাংকের অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ আব্দুল আজিজ।


 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল হোসেন, এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার সেলিম নজরুল হক প্রমুখ।
 
কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (পিএলআর) দেব প্রসাদ দেবনাথ, যুগ্ম পরিচালক এ, কে, এম, গোলাম মাহমুদ এবং উপপরিচালক রোকন-উজ-জামান।
 
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।