ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

সিএনজি খাত রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, ফেব্রুয়ারি ৭, ২০১৫
সিএনজি খাত রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের সিএনজি খাত রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারসন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সংবাদ সম্মেলনে সংগঠনের নেতাকর্মীরা দেশের অস্থির রাজনীতির অবসান ও পরিবেশ বান্ধব সিএনজি খাত রক্ষার দাবি জানান। সিএনজি স্টেশনগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে আবেদন জানান।

সিএনজি স্টেশনগুলোর ব্যাংক ঋণের সুদ মওকুফ করে পুঃনতফসিল ঘোষণা করতে অর্থমন্ত্রীর কাছে আবেদন জানান। এছাড়া ঋণ খেলাপী ফিলিং স্টেশন সমুহকে বিনা সুদে কিস্তিতে বিল পরিশোধের ব্যবস্থা করতে জ্বালানি মন্ত্রীর প্রতিও আবেদন জানান সংগঠনের নেতারা।

দেশের অস্থির রাজনীতি অবসানের জন্য দেশের বৃহৎ রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানান সংগঠনের নেতারা।   

নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিতার কারণে সারাদেশের সিএনজি ব্যবসায়ীরা এক গভীর সংকটে নিপতিত। আমরা সার্বক্ষণিক নিরাপত্তাহীণতার মধ্যে দিন অতিবাহিত করছি। আম‍াদের ব্যবসার স্বাভাবিক কর্মকাণ্ড সম্পূর্ণ বন্ধের পর্যায়ে উপণীত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের আহ্বাক মাসুদ খান, যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ, আক্তার হোসেন ফরমান, সদস্য সচিব নজরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।