ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

মোবাইল ব্যাংকিংয়ে ৫ লাখ লোকের কর্মসংস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২২, ফেব্রুয়ারি ৮, ২০১৫
মোবাইল ব্যাংকিংয়ে ৫ লাখ লোকের কর্মসংস্থান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সারাদেশে ৫ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আতিউর রহমান।

রোববার (০৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



বাংলাদেশ ব্যাংকের ‘বিজনেস ফিন্যান্স ফর দ্য পুওর ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. আতিউর রহমান বলেন, গতবছরের ডিসেম্বর পর্যন্ত দেশে ২৮টি ব্যাংক বৈধভাবে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে। ইতোমধ্যে ২৫ দশমিক ২৮ মিলিয়ন গ্রাহক মোবাইল ব্যাংকিংয়ের আওতায় এসেছেন। এরমধ্যে কর্মসংস্থান হয়েছে ৫ লাখ লোকের।

সারাদেশে মোবাইল ব্যাংকিংয়ের ৪১ হাজার এজেন্ট রয়েছেন বলেও জানান তিনি।

মোবাইল ব্যাংকিংয়ের সাফল্যের কথা তুলে ধরে বিবি গভর্নর ড. আতিউর রহমান বলেন, এরইমধ্যে মোবাইলে আর্থিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোতে অবদান রাখায় এলায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) পুরস্কার পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ও বিএফপি-বি এর প্রকল্প প্রধান এসকে সুর চৌধুরী,  ডিএফআইডি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সারাহ কুক নাথান অ্যাসোসিয়েটসের দলনেতা ডেভিড মুনরো প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।