ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

এশিয়া ইন্স্যুরেন্সের নতুন এমডি ইমাম শাহীন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, ফেব্রুয়ারি ৮, ২০১৫
এশিয়া ইন্স্যুরেন্সের নতুন এমডি ইমাম শাহীন মো. ইমাম শাহীন

ঢাকা: মো. ইমাম শাহীন এশিয়া ইন্স্যুরেন্সের নতুন ব্যবস্থপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন।

এর আগে তিনি ফিনিক্স ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং আন্ডাররাইটিং, ক্লেইমস, ব্রাঞ্চ কন্ট্রোল, এইচ আর অ্যান্ড এডমিন বিভাগের প্রধান হিসেবে পাঁচ বছর অত্যন্ত সুনাম ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।



ইমাম শাহিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক (সম্মানসহ) স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৮৯ সালে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানিতে অফিসার পদে বিমা পেশা শুরু করেন। সেখানে তিনি ১৫ বছর প্রধান কার্যালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।


তিনি ২০০৪ সালে এশিয়া ইন্স্যুরেন্সে ইভিপি এবং পুনঃবিমা, দাবি, মানবসম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ, বিজনেস প্ল্যান অ্যান্ড প্রমোশন বিভাগের প্রধান হিসেবে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।