ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

শান্তির জন্য ময়মনসিংহ চেম্বারের অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, ফেব্রুয়ারি ৮, ২০১৫
শান্তির জন্য ময়মনসিংহ চেম্বারের অবস্থান কর্মসূচি Photo : banglanews24.com

ময়মনসিংহ: শান্তির জন্য ১৫ মিনিটের অবস্থান কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআই’র আহ্বানে শহরের গাঙ্গিনারপাড় সরকার ম্যানসনের সামনে জাতীয় পতাকা হাতে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।



অবস্থান কর্মসূচি চলাকালে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পৌর মেয়র মো. ইকরামুল হক টিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন দোকান মালিক সমিতির সভাপতি মোসলে উদ্দিন আহমেদ, দোকান কর্মচারী ইউনিয়ন সভাপতি কমল বসাক, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শঙ্কর সাহা প্রমুখ।

এসময় শহরের বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।  

পৌর মেয়র ইকরামুল হক টিটু বলেন, সবার উপরে দেশ। আগে অর্থনীতি ও দেশ বাঁচাতে হবে। সহিংস রাজনীতির পথ পরিহার করে সবাইকে শান্তির পথে আসতে হবে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।