ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রাজনৈতিক সংকট নিরসনের দাবিতে

বগুড়ায় ব্যবসায়ীদের প্রতীকী অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, ফেব্রুয়ারি ৮, ২০১৫
বগুড়ায় ব্যবসায়ীদের প্রতীকী অবস্থান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ‘সবার উপরে দেশ’, ‘দেশ বাঁচাও, জাতি বাঁচাও’ শ্লোগানকে সামনে রেখে দেশের বিরাজমান পরিস্থিতি থেকে উত্তরণের দাবিতে জাতীয় পতাকা হাতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন বগুড়ার ব্যবসায়ীরা।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সোয়া ১২টার দিকে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

  

এফবিসিসিআইয়ের পরিচালক, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ী নেতা আমিনুল ইসলাম দুলাল, আকতারুজ্জামান ডিউক, আব্দুর গফুর, আনিছুর রহমান, তপন চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।