ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বারভিডার নতুন কমিটির দায়িত্বগ্রহণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৫, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
বারভিডার নতুন কমিটির দায়িত্বগ্রহণ ছবি: সংগৃহীত

ঢাকা: রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডার ২০১৫-২০১৭ মেয়াদের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. আবদুল হামিদ শরীফ। আর মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন মাহবুবুল হক চৌধুরী বাবর।



এ মাসের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হলেও সোমবার(২৩ ফেব্রুয়ারি’২০১৫) দায়িত্ব বুঝে নেন তারা। এ উপলক্ষে রাজধানীর বিজয়নগরে সংগঠনটির স্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে বারভিডা।

অনুষ্ঠানে সভাপতি, মহাসচিবসহ নির্বাচিত ২৫শ জন কার্যনির্বাহী পরিষদ সদস্যসহ সংগঠনের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করেন।

কমিটির অন্যান্যরা হলেন, প্রথম সহ-সভাপতি এ বি এম আনিসুজ্জামান পিনু, দ্বিতীয় সহ-সভাপতি মোঃ শাহ সেলিম টিপু, তৃতীয় সহ-সভাপতি জাফর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হোসাইন ভূঁইয়া রানু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান, যুগ্ম কোষাধ্যক্ষ হেলাল মোহাম্মদ জুনায়েদ, সাংগঠনিক সম্পাদক ইমামুল হাসান, প্রকাশনা ও প্রচার সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সম্রাট, পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক জাকির ইকবাল মঞ্জু,

সংস্কৃতি বিষয়ক সম্পাদক রিয়াজ রহমান, কার্যনির্বাহী সদস্য মনজুর আলম চৌধুরী, মোঃ সাদেক, রফিকুল ইসলাম মোস্তাক, মোঃ রেজাউল করিম, ডাঃ হাবিবুর রহমান খান, শহিদুল আলম চৌধুরী রোমেন, সৈয়দ শাহ আলম, মোহাম্মদ মাসুদ আলম, মোস্তফা কামাল পাশা তাপস, জসিম উদ্দিন মিন্টু, মোঃ কায়সার মোরশেদ সোহেল, আশরাফুল হক টিটু এবং মোঃ মোজাম্মেল হক রিমন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।