ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বেসিক ব্যাংকের ডিএমডি’র হিসাবে সন্দেহজনক লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, মার্চ ৬, ২০১৫
বেসিক ব্যাংকের ডিএমডি’র হিসাবে সন্দেহজনক লেনদেন

ঢাকা: বেসিক ব্যাংকের আলোচিত উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) রুহুল আলমের ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হয়েছে।
 
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে এসেছে।


 
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনসহ কয়েকটি গোয়েন্দা সংস্থার কাছে রুহুল আলমের বিরুদ্ধে মুদ্রাপাচার, অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ উপার্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।
 
এসব অভিযোগের সত্যতা যাচাই করতে মঙ্গলবার (০৩ মার্চ) রুহুল আলমের হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোতে চিঠি দিয়েছিল বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট।
 
বিভিন্ন ব্যাংকের কাছ থেকে পাওয়া হিসাব বিবরণীতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা দু’টি বেনামী হিসাবে বিপুল পরিমাণ মুদ্রা পাচারের প্রমাণ পেয়েছেন। এছাড়াও ২০১২-২০১৩ সালে তার পরিবারের সদস্যদের নামে খোলা হিসাবেও লেনদেনের পরিমাণ ছিল সন্দেহজনক।
 
এ বিষয়ে জানতে চাইলে রুহুল আলম বাংলানিউজকে বলেন, আমি কোনো প্রকার অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত নই। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট কেন আমার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে জানি না।  
 
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।