ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ব্যাংকের ডিএমডি তৌহিদুল আলম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, মার্চ ১০, ২০১৫
প্রাইম ব্যাংকের ডিএমডি তৌহিদুল আলম তৌহিদুল আলম খান

ঢাকা:  সম্প্রতি প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন তৌহিদুল আলম খান।

এর আগে তিনি মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও বাণিজ্য বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।



২২ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি শাখা ব্যাংকিং, সিন্ডিকেশনস্ ফাইন্যান্সিং, কর্পোরেট ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং, ক্ষুদ্র ঋণ, গ্রিন ব্যাংকিং, সাস্টেইনেবল রিপোর্টিং এবং ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার ওপর অভিজ্ঞতা অর্জন করেন।

১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন তৌহিদুল আলম খান। পরবর্তীতে প্রাইম ব্যাংক ও ব্যাংক এশিয়া’য় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন।  

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ  ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।