ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

পাবনায় ইস্পাহানির ২৩তম বিভাগীয় অফিস উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, মার্চ ১৭, ২০১৫
পাবনায় ইস্পাহানির ২৩তম বিভাগীয় অফিস উদ্বোধন

ঢাকা: পাবনা শহরের লেপু সিপাহী সড়কে ঐতিহ্যবাহী ইস্পাহানি গ্রুপের বিভাগীয় অফিসের ২৩ তম শাখার উদ্বোধন করা হয়েছে। এই অফিস থেকেই পাবনা, সিরাজগঞ্জ ও নাটোরের আংশিক এলাকায় ইস্পাহানির ২৭টি পণ্য বাজারজাত করা হবে।



মঙ্গলবার(১৭ মার্চ’২০১৫) এমএম ইস্পাহানি লিমিটেডের সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ডেপুটি জেনারেল ম্যানেজার ওমর হান্নান এই শাখার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি সিনিয়র সহসভাপতি মাহবুব উল আলম মুকুল, পাবনা প্রেসক্লাবের সম্পাদক আহমেদ উল হক রানা, সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, এম এম ইস্পাহানি গ্রুপের সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ম্যানেজার মাওলা আল মামুন, বগুড়ার এরিয়া ম্যানেজার জোয়াদ্দার মিজানুর রহমান, বগুড়ার ডিপো ম্যানেজার আহমেদ শরীফ ও রংপুরের ডিপো ম্যানেজার শাহাদত হোসেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।