ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রবির প্রি-পেইডে সারাদিন ফ্ল্যাট রেট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, মার্চ ১৯, ২০১৫
রবির প্রি-পেইডে সারাদিন ফ্ল্যাট রেট

ঢাকা: প্রি-পেইড প্যাকেজের জন্য সারাদিন ফ্ল্যাট কল রেট অফার এনেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। প্রতি ১০ সেকেন্ডে ১০ পয়সা ফ্ল্যাট রেটে কথা বলতে পারবেন গ্রাহকরা।



এ অফারের আওতায় যেকোনো মোবাইল ফোন অপারেটরে সারাদিন ফ্ল্যাট রেট উপভোগ করতে পারবেন রবি গ্রাহকরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে এ সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ৩৬ টাকা রিচার্জে ১৫ দিন এবং ৬৬ টাকা রিচার্জে অফারটির মেয়াদ হবে ৩০ দিন। তবে হুট হাট চমক প্যাকেজের গ্রাহকরা অফারটি উপভোগ করতে পারবেন না।  

রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও জাপানের এনটিটি ডেকোমা’র একটি যৌথ কোম্পানি। ২০১৪ সালের ডিসেম্বরে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবি রাজস্ব আয়ের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। এর গ্রাহক সংখ্যা আড়াই কোটির বেশি। রবি দেশের মোট জনসংখ্যার প্রায় ৯৯ শতাংশ জনগোষ্ঠীকে ১১ হাজার ২শ’র বেশি টুজি নেটওয়ার্ক এবং ২ হাজার ৪০০টি’র বেশি ৩.৫জি নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান করছে।

এছাড়া ২০০টি দেশে ৬০০টি অপারেটরের সঙ্গে চুক্তির মাধ্যমে ব্যাপক ভিত্তিতে আন্তর্জাতিক রোমিং সেবা প্রদান করছে রবি।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।