ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

নতুন আঙ্গিকে সিলেটে পূবালী ব্যাংকের চৌধুরী বাজার শাখা

অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৬, মার্চ ২১, ২০১৫
নতুন আঙ্গিকে সিলেটে পূবালী ব্যাংকের চৌধুরী বাজার শাখা

সিলেট: নতুন আঙ্গিকে সিলেটে পূবালী ব্যাংকের চৌধুরী বাজার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে দক্ষিণ সুরমার চৌধুরী বাজারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ শাখার উদ্বোধন করেন পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার।

 

পূবালী ব্যাংকের পক্ষ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুল হালিম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের পরিচালক মনির উদ্দিন আহমদ, সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক আবু হাবিব খায়রুল কবীর, ডা. নিয়াজ, দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান আবু জায়েদ, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।