ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

গ্রাহক সেবার মান বাড়াতে প্রশিক্ষণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১২, মার্চ ২৪, ২০১৫
গ্রাহক সেবার মান বাড়াতে প্রশিক্ষণ ছবি: সংগৃহীত

ঢাকা: গ্রাহক সেবার মানোন্নয়নে এক প্রশিক্ষণের আয়োজন করেছে ফোর স্কয়ারস লিমিটেড। ‍এতে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সেবা বিশেষজ্ঞ আতিক রহমান।


 
মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর বেঙ্গল ইন হোটেলে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় সহযোগিতা করে ডেল্টা হসপিটালিটি ম্যানেজমেন্ট সার্ভিস এবং ওয়েলকাম বাংলাদেশ।

প্রশিক্ষণে দেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

এ সময় ফোর স্কয়ারস লিমিটেডের চেয়ারপারসন হাবিবা তাসনিম, ব্যবস্থাপনা পরিচালক তানজিনা হোসেন, পরিচালক কিশোয়ার সুলতানা, ডেল্টা হসপিটালিটি ম্যানেজমেন্ট সার্ভিসের নির্বাহী পরিচালক আব্দুল আজিজ এবং ওয়েলকাম বাংলাদেশের ডাল্টন জহির উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।