ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটরদের কনফারেন্স অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, মার্চ ২৭, ২০১৫
বসুন্ধরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটরদের কনফারেন্স অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্ণাঢ্য আয়োজনে সারা দেশের বসুন্ধরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটরদের নিয়ে অনুষ্ঠিত হলো কনফারেন্স। দিনব্যাপী অনুষ্ঠানে ম্যাজিক, ফ্যাশন শো, গান, কমেডি, ঘরোয়া খেলাধুলাসহ ছিলো নানান আকর্ষণ।



শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা কনফারেন্স সিটিতে সকালে অনুষ্ঠান শুরু হয়। এতে অংশ নেন প্রায় তিনশোর বেশি ডিস্ট্রিবিউটর। সঙ্গে ছিলেন তাদের পরিবারের সদস্যরাও।

শুরুতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিস্ট্রিবিউটরদের নিয়ে কয়েকটি দল তৈরি করা হয়। পরে শুরু হয় মজার মজার ঘরোয়া খেলাধুলা। ডিস্ট্রিবিউটরদের শিশুদের জন্যও ছিল বিশেষ আয়োজন।

কনফারেন্সে উপস্থিত ছিলেন ডিএমডি বসুন্ধরা এলপি গ্যাস, মাহবুবুর রহমান, চিফ ফাইন্যান্স ডেভেলপমেন্ট অফিসার তোফায়েল হোসেন, হেড অব মার্কেটিং বসুন্ধরা গ্রুপ, এম এম জসিম উদ্দিন, অপারেশন প্ল্যানিং (ইঞ্জিনিয়ারিং) জাহিদুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের ব্রান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার (ইউনিট অ্যান্ড অ্যাক্টিভেশন) মহিউদ্দীন পাটওয়ারী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বসুন্ধরা এলপি গ্যাসের জেনারেল ম্যানেজার (সেলস) মীর টি আই ফারুক রিজভী।

আয়োজকরা জানান, দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল ম্যাজিক ও ফ্যাশন শো, মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার তারকা আবু হেনা রনির স্ট্যান্ড-আপ কমেডি পরিবেশন, সংগীত শিল্পী কনার গান, র‌্যাফেল ড্র, কমন গিফট, ক্যাপল গিফট, স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড প্রভৃতি।

এছাড়া সব ডিস্ট্রিবিউটরের দেওয়া হয় সনদ। পুরস্কৃত করা হয় সেরা ডিস্ট্রিবিউটরদের।

শরিয়তপুর থেকে আসা ডিস্ট্রিবিউটর সাহিদুল ইসলাম বলেন, বসুন্ধরা এলপি গ্যাস বাজারে সবাই এক নামে চেনে, জানে। এছাড়া এ গ্যাসের মানও ভালো। ফলে বিক্রি করতে তাদের তেমন কোনো সমস্যা হয় না।

আয়োজন সম্পর্কে তিনি বলেন, খুবই ভালো লাগছে। পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো সময় কাটছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।