ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ইতালিতে জনতা এক্সচেঞ্জ এর বোর্ড সভা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, মার্চ ২৮, ২০১৫
ইতালিতে জনতা এক্সচেঞ্জ এর বোর্ড সভা অনুষ্ঠিত

ঢাকা: জনতা ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল, ইতালি এর বোর্ড সভা সম্প্রতি রোমে কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালাম বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন।



ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের অর্থনৈতিক কাউন্সিলর ড. মোঃ মফিজুর রহমান, জনতা এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার বিশ্বাসসহ অন্যান্য ডিরেক্টর, কর্মাশিয়ালিস্ট, বোর্ড অব অডিটের সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় ২০১৪ সালের ব্যালান্স শিট অনুমোদনসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।