ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকে ফাউন্ডেশন ট্রেনিং কোর্স শুরু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, মার্চ ৩০, ২০১৫
ন্যাশনাল ব্যাংকে ফাউন্ডেশন ট্রেনিং কোর্স শুরু ছবি: সংগৃহীত

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রবেশনারি কর্মকর্তাদের ৫০তম ব্যাচের ‘ফাউন্ডেশন ট্রেনিং কোর্স’ সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে।
 
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল হুদা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

ব্যাংকের ৩৪জন প্রবেশনারি কর্মকর্তা এই ফাউন্ডেশন কোর্সে অংশ নেন।

ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জাহাঙ্গীর বিন হামিদ বিশেষ অতিথি হিসেবে ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মজিবুর রহমান এবং সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার হরিনারায়ণ দাস এবং ফারজানা হক।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।