ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ফের আল-আরাফাহ্ ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন শামীম

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, এপ্রিল ৫, ২০১৫
ফের আল-আরাফাহ্ ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন শামীম এস এম শামীম ইকবাল

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন এস এম শামীম ইকবাল।

রোববার (০৫ এপ্রিল) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালক পর্ষদের ২৭৩তম সভায় আগামী এজিএম মেয়াদে সর্বসম্মতি ক্রমে তিনি পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন।



এস এম শামীম ইকবালের বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি ভারতের দার্জিলিং-এর সেন্ট পল’স স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষে যুক্তরাজ্যের সাউথইস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্ট-এ বিএসসি এবং এমবিএ পাস করেন। পেশাগত জীবনে ইকবাল ডমিনক্স রিয়েলটি লি., কেডিএস এক্সেসরিস-এর চেয়ারম্যান এবং কেডিএস টেক্সটাইল মিলস্ লি.-এর পরিচালকসহ বহু শিল্প প্রতিষ্ঠানে কাজ করেছেন।

এছাড়া দেশের প্রথম বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ইকবাল।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
পিআর/এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।