ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রাকাব’র ৪২৬তম পরিচালনা পর্ষদের সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, এপ্রিল ৫, ২০১৫
রাকাব’র ৪২৬তম পরিচালনা পর্ষদের সভা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

রংপুর: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদের ৪২৬তম সভা রোববার (৫ এপ্রিল) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক জনাব মনজুর আহমদ সাইফুদ্দিন আহমদ, হেলালুদ্দীন আহমদ, মুহাম্মদ দিলোয়ার বখত, ড. মদন মোহন দে, অবায়দুর রহমান প্রামাণিক, মাহবুব উল আলম, প্রতীপ কুমার, ডা. সহিদুল ইসলাম প্রমুখ।



সভায় ব্যাংকের মালিকানাধীন জমিতে ভবন নির্মাণের ব্যাপারে আলোচনা করা হয়। এছাড়া ব্যাংকের সার্বিক কর্মকাণ্ডের ওপর আলোচনা শেষে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘন্টা, এপ্রিল ৫, ২০১৫
এফবি/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।