ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রাশিয়ার সঙ্গে বাণিজ্য কমিশন গড়তে সম্মত বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, এপ্রিল ৭, ২০১৫
রাশিয়ার সঙ্গে বাণিজ্য কমিশন গড়তে সম্মত বাংলাদেশ

ঢাকা: ব্যবসায় প্রসার ঘটাতে রাশিয়ার সঙ্গে যৌথ বাণিজ্য কমিশন গড়ার আহ্বানে সাড়া দিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (০৭ এপ্রিল) কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা জানান কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী।



বৈঠকে ঢাকাস্থ রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দর এ নিকোলায়েভ এ যৌথ কমিশন গঠনের প্রস্তাবটি বিবেচনার জন্য বাংলাদেশের প্রতি অনুরোধ জানান। তিনি পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

এছাড়া রাশিয়াতে আলু রফতানির বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। নিজেদের উৎপাদিত উন্নত মানের আলু রফতানিতে বাংলাদেশে প্রস্তুত বলে প্রতিনিধি দলকে জানান কৃষিমন্ত্রী।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে রাশিয়াতে আলু রফতানি করে আসছে।

‘এ বছর বাংলাদেশ এক লাখ টন আলু রফতানি করতে প্রস্তুত। এরমধ্যে রাশিয়াতেই ২০ থেকে ২৫ টন রফতানি করার সম্ভাবনা আছে। ’

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোট ১৯টি কোম্পানি আলু রফতানি করার জন্য আবেদন করে।

তবে ৪ থেকে ৫টি কোম্পানি অনুমোদন পেতে পারে সচিব জানান।  

তিনি জানান, ইতোমধ্যে ভারত রাশিয়াতে আলু রফতানি বন্ধ করে দিয়েছে। এর সুফল পেতে পারে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
জেপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।