ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

খুলনায় নিটল টাটার শো-রুম উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, এপ্রিল ১১, ২০১৫
খুলনায় নিটল টাটার শো-রুম উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় নিটল টাটার প্যাসেঞ্জার কার ও নিটা টেম্পুর শো-রুমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে শো-রুমের উদ্বোধন করেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।



নগরীর কেডিএ অ্যাভিনিউয়ের শো-রুমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোস্তফা কামাল।

আমিনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাস, খুলনা চেম্বার’র সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ব্যবস্থাপক ইদ্রিস আলী খান, ব্যবসায়ী মঈনুল ইসলাম জমাদ্দার, বাংলালিংক’র কাস্টমার ম্যানেজার মাকসুদ উল গনি, নিটল টাটা গ্রুপের আবুল হাসনাত ও আব্দুল কাদের জুয়েল প্রমুখ।

এছাড়া খুলনা চেম্বার অব কমার্স’র নেতারাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ ব্যবসায়ী শীর্ষ সংগঠন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
টিআই/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।