ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রেলওয়ের সাবেক মহাপরিচালকের পরিবারের ব্যাংক হিসাব তলব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, এপ্রিল ১৪, ২০১৫
রেলওয়ের সাবেক মহাপরিচালকের পরিবারের ব্যাংক হিসাব তলব

ঢাকা: বাংলাদেশ রেলওয়ের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ শাহ জাহানের পরিবারের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের (বিবি) ফিন্যান্সিয়াল ইন্টিলিজ্যান্স ইউনিট (বিএফআইইউ) থেকে, দেশে কার্যরত সব ব্যাংকের কাছে পাঠানো চিঠিতে এ তথ্য চাওয়া হয়েছে।



চিঠিতে বলা হয়েছে, রেলওয়ের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ শাহ জাহান, স্ত্রী নাহিদা আক্তার নিলু, ছেলে খালিদ ফারাবী ও মেয়ে মেহের নিগার নিম্মির নামে বা তাদের প্রতিষ্ঠানের নামে বর্তমানে ও অতীতে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে ওই সব হিসাবের সার্বিক তথ্য কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে।

২০১৩ সালে অবসর গ্রহণ করেছেন শাহ জাহান। যুগ্ম পরিচালক, ঊর্ধ্বতন উপ পরিচালকসহ রেলওয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।