ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আশুগঞ্জ বন্দর থেকে ত্রিপুরায় চাল পরিবহন শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, এপ্রিল ১৮, ২০১৫
আশুগঞ্জ বন্দর থেকে ত্রিপুরায় চাল পরিবহন শুরু

ব্রাহ্মণবাড়িয়া: ভারতের খাদ্য সহায়তার জন্যে আশুগঞ্জ বন্দরে আনা চাল ভারতের ত্রিপুরায় পরিবহন শুরু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টায় এক হাজার ৫৯ মেট্টিকটন চাল পরিবহন শুরু হয়।



আশুগঞ্জ বন্দর কর্তৃপক্ষ জানায়, কলকাতার বসবস হারবার বন্দর থেকে নিউটেক-১ নামে একটি কার্গো জাহাজ গত ১১ এপ্রিল আশুগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়ে শনিবার ভোরে এসে নোঙর করে।

বাংলাদেশের আনবীজ ডেভেলপমেন্ট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এসব চাল পরিবহনের দায়িত্ব পায়। ২২টি ট্রাকে করে এসব চাল আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় পাঠানো হচ্ছে।
 
আশুগঞ্জ নৌবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা আল মামুন সরকার বলেন, এসব খাদ্যপণ্য ১৯৭২ সালের নৌ-প্রটোকল চুক্তির আওতায় বাংলাদেশের নৌপথ ব্যবহার করে ত্রিপুরা যাচ্ছে। তাই এ পণ্য পরিবহনে সরকারি কোনো মাসুল এবং ভ্যাট আদায় করা হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।