ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

হালিশহরে এক্সিম ব্যাংকের ৮৮তম শাখার উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, এপ্রিল ২৫, ২০১৫
হালিশহরে এক্সিম ব্যাংকের ৮৮তম শাখার উদ্বোধন

ঢাকা: বন্দরনগরী চট্টগ্রামের হালিশহরে ব্যাংকের এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ৮৮তম শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার(এপ্রিল ২৫, ২০১৫) হালিশহর শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মোঃ নুরুল আমিন ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই শাখা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, খন্দকার রুমী এহসানুল হক, মোহাম্মদ ফিরোজ হোসেন এবং প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ নুরুল আমিন ফারুক এক্সিম ব্যাংকের সাথে আরো নিবিড়ভাবে ব্যাংকিং করার জন্য স্থানীয় জনগণকে আহ্বান জনান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, চট্টগ্রাম সমবময়ই আমাদের অগ্রাধিকারভূক্ত এলাকা এবং চট্টগ্রামবাসীও সর্বদায় আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন।

তিনি এক্সিম ব্যাংকের দৃঢ় আর্থিক অবস্থান ও সিএসআর কার্যক্রমে ব্যাংকের অবদান তুলে ধরে স্থানীয় ব্যবসায়ী ও জনগণকে এক্সিম ব্যাংকের কল্যাণমূখী ব্যাংকিংয়ের অংশীদার হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এমইউএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।