ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বিডিবিএল কর্মকর্তা ওমর ফারুকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, এপ্রিল ২৬, ২০১৫
বিডিবিএল কর্মকর্তা ওমর ফারুকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত

ঢাকা: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড(বিডিবিএল) এর সিনিয়র অফিসার মো: ওমর ফারুকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

রোববার(২৬ এপ্রিল’২০১৫) দুদক সূত্র অনুসন্ধানের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানায়, আর্থিক এ প্রতিষ্ঠানটি থেকে পে-অর্ডার টেম্বারিংয়ের মাধ্যমে তার বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের সুনির্দিষ্ঠ অভিযোগ এলে কমিশন তা আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্তের নেয়।

এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন
অভিযোগের পাশাপাশি জ্ঞাত আয় বহির্ভূত অভিযোগও এসেছে।

পে-অর্ডার টেম্পারিংয়ের পাশাপাশি রাষ্ট্রীয় দুর্নীতি দমন সংস্থাটি তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
 
মো: ওমর ফারুকের বিরুদ্ধে আসা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য সংস্থাটির উপ-পরিচালক মলয় কুমার সাহাকে নিয়োগ দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এডিএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।