ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রোমিং গ্রাহকদের জন্য এসএমএস সেবা গ্রামীণফোনের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২০, এপ্রিল ৩০, ২০১৫
রোমিং গ্রাহকদের জন্য এসএমএস সেবা গ্রামীণফোনের

ঢাকা: গ্রামীণফোন লিমিটেড তার বিদেশগামী রোমিং গ্রাহকদের জন্য ৩০ এপ্রিল ২০১৫ থেকে একটি সাশ্রয়ী এসএমএস সেবা চালু করতে যাচ্ছে।

এই নতুন সেবার মাধ্যমে গ্রামীণফোনের রোমিং গ্রাহকরা বিদেশে থেকে যেকোনো বাংলাদেশি মোবাইল নম্বরে মাত্র ২ টাকায় (ভ্যাট প্রযোজ্য) এসএমএস পাঠাতে পারবেন।

 

রোমিং গ্রাহকরা প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি সাশ্রয়ী এসএমএস পাঠাতে পারবেন। একইসঙ্গে সাধারণ এসএমএস সেবাও আগের মতোই চালু থাকবে।

বুধবার (২৯ এপ্রিল) গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই এসএমএস পাঠাতে গ্রাহকদের প্রথমে একটি শর্ট কোড নম্বর (*১১১*৫*৯#) ডায়াল করতে হবে। এরপর এক মিনিট সময়ের মধ্যে কাঙ্খিত ফোন নম্বর লিখে (-দিয়ে পৃথক রাখতে হবে) ১৪০ বর্ণের মধ্যে বার্তা লিখতে হবে।

গ্রামীণফোন এই নতুন এবং উদ্ভাবনী সেবা চালু করেছে যা তার গ্রাহকদের জন্য সুলভে দুশ্চিন্তাবিহীন রোমিং সেবা নিশ্চিত করবে। আগামীতে এধরনের আরো নতুন নতুন উদ্ভাবণী গ্রাহকদের জন্য নিয়ে আসবে গ্রামীণফোন।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
আইএইচ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।