ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ব্যাংকের ২৭৪তম বোর্ড সভা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, এপ্রিল ৩০, ২০১৫
আল-আরাফাহ্ ব্যাংকের ২৭৪তম বোর্ড সভা ছবি : সংগৃহীত

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ২৭৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।



এতে ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বিশ্লেষণ করা হয়।

এ সময় পর্ষদের ভাইস চেয়ারম্যান এস. এম. শামীম ইকবাল, সদস্য নাজমুল আহসান খালেদ, আব্দুল মালেক মোল্লা, আহামেদুল হক, আবু নাছের মো. ইয়াহিয়া, ইঞ্জি. খন্দকার মেছবাহ্ উদ্দিন আহমেদ, আব্দুস সালাম, নিয়াজ আহমেদ, মো. আশিক হোসেন, ডা. মো. সফিউল হায়দার চৌধুরী, আনোয়ার হোসেন, মো. লিয়াকত আলী চৌধুরী, মো. মামুন উর রশিদ খান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ও বোর্ড সচিব মো. মোফাজ্জেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।