ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বেস্ট ইলেকট্রনিক্সের আরও ৩টি শো-রুম

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, মে ১১, ২০১৫
বেস্ট ইলেকট্রনিক্সের আরও ৩টি শো-রুম

ঢাকা: বিশ্বখ্যাত ব্র্যান্ডের গার্হস্থ্য ইলেকট্রনিক্স সামগ্রী বিপণনকারী প্রতিষ্ঠান বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের ঢাকার ঝিগাতলা ও রিং রোড এবং বগুড়ার সাতমাথা শো-রুমসহ মোট ৩টি শো-রুমের উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে কোম্পানিটির দেশব্যাপী ৬৩টি শো-রুম চালু করা হলো।



শনিবার(১১ মে, ২০১৫) ঢাকার ঝিগাতলায় বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই শো-রুমের উদ্বোধন করেন।

বাংলাদেশে বেস্ট ইলেকট্রনিক্স লি: সর্বপ্রথম মাল্টি ব্র্যান্ড ইলেকট্রনিক্স চেইন শপের ধারণা নিয়ে ২০১৩ সালে যাত্রা শুরু করে। বর্তমানে ২০টিরও বেশি বিশ্বখ্যাত ব্র্যান্ডের গার্হস্থ্য ইলেকট্রনিক্স সামগ্রী সুলভ মূল্যে নগদ কিংবা সহজ কিস্তিতে বাজারজাত করছে কোম্পানিটি।

বাংলাদেশ সময়ঃ ১৭০২ ঘণ্টা, মে ১১, ২০১৫
ইউএম/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।