ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

জার্মানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর তাগিদ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, মে ১২, ২০১৫
জার্মানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর তাগিদ ছবি: সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও  প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করলেন বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. টমাস প্রিংৎস‌।

মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা বৈঠকে দুই মন্ত্রীই দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের তাগিদ দেন।



সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী দু’দেশের মধ্যে সম্পর্ক সম্প্রসারণে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জার্মানি দেশ হিসেবে বাংলাদেশি রপ্তানি পণ্যের দ্বিতীয় বৃহত্তম বাজার। দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে এ পারস্পরিক বাণিজ্য আরও  বাড়ানো সম্ভব।

মাহমুদ আলী বাংলাদেশ ও জার্মানির মধ্যে সাংস্কৃতিক এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আগ্রহ ব্যক্ত করলে জার্মান রাষ্ট্রদূত এ বিষয়ে তার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রপ্তানি প্রক্রিয়াকরণ ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রদত্ত সুবিধাদি, পুঁজির উৎস দেশগুলোর মুনাফার প্রত্যাবর্তন, কর রেয়াত ইত্যাদি বিনিয়োগ সুবিধার কথা উল্লেখ করে জার্মান রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান।

রাষ্ট্রদূত টমাস প্রিংৎস বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান ব্যাপক অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের জন্য কাজ করবেন বলে উভয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জানান।
বাংলাদেশের শিল্প কারখানাগুলো আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে জার্মানির সহায়তার ব্যাপারেও তিনি আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়েই রাষ্ট্রদূত প্রিংৎসকে বাংলাদেশে স্বাগত জানিয়ে তার কর্মকালে বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ১১, ২০১৫
জেপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।