ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

‘দ্রুত বাংলাদেশ-ভারত বাণিজ্য সমস্যার সমাধান’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, মে ১৭, ২০১৫
‘দ্রুত বাংলাদেশ-ভারত বাণিজ্য সমস্যার সমাধান’ ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ-ভারত বাণিজ্যের ক্ষেত্রে যে সব বাধা রয়েছে তা চিহ্নিত করা হয়েছে। দ্রুত এসব সমস্যা সমাধান করা হবে।



রোববার (১৭ মে) সাড়ে আটটায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠক শেষে ভারতের বাণিজ্য সচিব রাজিব খের এ কথা বলেন।

তিনি বলেন, দুই দেশের মধ্যে যে বাণিজ্য সম্পর্ক রয়েছে, তা ভবিষ্যতে আরও জোরদার হবে।

বাংলাদেশের বাণিজ্য সচিব হেদায়েত উল্লাহ আল মামুন জানান, বৈঠকটি খুবই ফলপ্রসু হয়েছে।

এর আগে বিকেল সাড়ে ৫টা থেকে তিন ঘণ্টা ধরে চলে সচিব পর্যায়ের এই বৈঠক।  

বৈঠকে ভারতের কাছে মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পণ্য পরীক্ষা-নিরীক্ষার যে মান নির্ণয় করে তা স্বীকৃতি দেওয়ার দাবি জানায় বাংলাদেশ। ‍

এছাড়া আরও সীমান্ত হাট স্থাপন, বাংলাদেশের পাটজাত পণ্য ভারতে রফতানির ক্ষেত্রে সমস্যা দূরীকরণসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।  

ভারত থেকে বিভিন্ন ফল ও দুগ্ধজাত পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ।  

বৈঠকে ভারতীয় সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রাজিব খের। আর বাংলাদেশের ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন হেদায়েত উল্লাহ আল মামুন।

রোববার সোনারগাঁও হোটেলে শুরু হওয়া দুইদিনব্যাপী বৈঠক শেষ হবে সোমবার।

এর আগে ২০১২ সালের ২৮ ও ২৯ এপ্রিল  নয়াদিল্লিতে দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মে ১৭, ২০১৫
এসএস/এমএ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।