ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রংপুরে পোল্ট্রি ফিড ও মেডিসিন বিক্রেতাদের হুঁশিয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, জুন ১০, ২০১৫
রংপুরে পোল্ট্রি ফিড ও মেডিসিন বিক্রেতাদের হুঁশিয়ারি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: আগামী ৩০ জুনের মধ্যে ব্রয়লার ও লেয়ার বাচ্চার দাম না কমালে ১ জুলাই থেকে রংপুরে বাংলাদেশ বিডার্স মালিক সমিতির বাচ্চা ও ফিড বাজারজাতকরণে বাধা দেওয়া হবে।

বুধবার (১০ জুন) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিন বিক্রেতা অ্যাসোসিয়েশনের নেতারা এ বিষয়ে হুঁশিয়ার করেন।



মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরবার স্মারকলিপি দেন।

সমাবেশে বক্তব্য রাখেন পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিন বিক্রেতা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব নুরুল ইলাম পটু, রংপুর জেলা পোল্ট্রিশিল্প মালিক সমিতির সভাপতি মাহাবুব আলম, সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ বিডার্স মালিক সমিতি কোনো কারণ ছাড়াই এক দিনের ব্রয়লার বাচ্চা ৬৫ টাকা ও লেয়ার বাচ্চা ৬০ টাকা দরে সরবরাহ করছে।
এতে করে প্রান্তিক খামারের মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি নজরদারি না থাকার কারণে এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ বিডার্স মালিক সমিতি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

বক্তারা এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুন ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।