ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

এসবিএসি ব্যাংকের মতিঝিল শাখার উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, জুন ২৮, ২০১৫
এসবিএসি ব্যাংকের মতিঝিল শাখার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের মতিঝিল শাখার কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (২৮ জুন) ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন ৩৭ তম শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।



উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রফিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য এ. কে. এম আশরাফ উদ্দিন খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হারুন অর রশীদ ও গোলাম নবী, শাখা ব্যবস্থাপক শেখ শরফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।