ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রাম সমিতি-ঢাকার মেজবান ২৮ নভেম্বর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫২, নভেম্বর ১১, ২০১৫
চট্টগ্রাম সমিতি-ঢাকার মেজবান ২৮ নভেম্বর

ঢাকা: চট্টগ্রাম সমিতি-ঢাকার বার্ষিক মেজবান আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন খান সমিতির সকল সম্মানিত জীবনসদস্যদের এতে নিমন্ত্রণ জানান।



ওই দিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিতব্য মেজবানের শৃঙ্খলা রক্ষার্থে সম্মানিত জীবনসদস্যদের মাঠে প্রবেশের সময় সমিতির পরিচয়পত্র প্রদর্শন করার জন্য অনুরোধ কর‍া হয় বিজ্ঞপ্তিতে।

প্রতিটি পরিচয়পত্রে সর্বোচ্চ চার জনের প্রবেশধিকার থাকবে।

পরিচয়পত্র না থাকলে আগামী ২২ নভেম্বরের মধ্যে সমিতির সদস্য নম্বর, দুই কপি ছবি, নমুনা স্বাক্ষর ও নগদ ৫০ টাকা জমা দিয়ে সমিতির অফিস থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।