ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান উৎসব

বাণিজ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
আল-আরাফাহ্ ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান উৎসব

ঢাকা: বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর কো-স্পন্সরশিপে ৩দিন ব্যাপী আন্তঃস্কুল ও কলেজ নবম জাতীয় বিজ্ঞান উৎসব পালন করলো ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।

৭ ফেব্রুয়ারি উৎসবের শেষ দিনে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের কোম্পানি সচিব ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মোফাজ্জেল হোসেন।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হান্নান।

অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোল্লা খলিলুর রহমান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন বিশেষ অতিথি মো. মোফাজ্জেল হোসেনকে ধন্যবাদ স্মারক উপহার দেন। তিনি এ ধরনের উদ্যোগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতার ভূয়সী প্রশংসা করেন। এর আগে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

উল্লেখ্য, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের বিজ্ঞান মনষ্ক করে তোলার লক্ষ্যে এ বিজ্ঞান উৎসবের কো-স্পন্সর হিসেবে অংশগ্রহণ করে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।
 
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।