ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

প্রাণ আপ কিনে থাইল্যান্ডে ৬ জন

সিনিয়র করেসপন্ডেন্ট‍ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
প্রাণ আপ কিনে থাইল্যান্ডে ৬ জন ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘প্রাণ আপ লাভ ইন থ্যাইল্যান্ড’ ক্যাম্পেইনে বিজয়ী হয়ে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ পেয়েছেন ৬ জন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় প্রাণ-আরএফএল’র প্রধান কার্যালয়ে প্রাণ বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. আতিকুর রহমান ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তন্ময় দাস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


 
বিজয়ীরা হলেন- পাবনার সাইফুল ইসলাম, ময়মনসিংহের তামজিদুল, চট্টগ্রামের বিকাশ মজুমদার, ঝালকাঠির রুহুল আমিন, সিলেটের গিয়াস উদ্দিন ও ঢাকার আলী হোসেন।

মো. আতিকুর রহমান জানান, ২৫০ ও ৫০০ মিলিলিটার এবং ১ ও ২ লিটারের প্রাণ আপে অফারটি প্রযোজ্য ছিলো। চার মাস ধরে আমরা এ ক্যাম্পেইন করেছি। বোতলের লেভেলের নির্দিষ্ট স্থানে স্ক্র্যাচ করে ক্রেতারা থাইল্যান্ডে বেড়ানো ছাড়াও এলইডি টিভি, নগদ টাকা, মোবাইল ফোন, টিশার্টসহ অসংখ্য পুরস্কার জিতেছেন।

থাইল্যান্ড ভ্রমণের পুরস্কার ছাড়া বাকি সব পুরস্কার ইতোমধ্যে আমরা স্থানীয় ডিলারদের মাধ্যমে বিজয়ীদের কাছে পৌঁছে দিয়েছি।

এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নানা সমাজ সেবামূলক কাজে প্রাণ অংশ নিচ্ছে বলে জানান অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তন্ময় দাস।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।