ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ফিডব্যাক’ দেবে ভ্যাট চেকার

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
‘ফিডব্যাক’ দেবে ভ্যাট চেকার

ঢাকা: পণ্য কিনে ভ্যাট দিয়ে প্রতারিত হয়েছেন! অভিযোগ দিয়েছেন, তা পাওয়া গেছে কিনা বা কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানবেন কিভাবে?

এর সমাধান পাওয়া যাবে মোবাইল অ্যাপস ‘ভ্যাট চেকার’ (VAT Checker) এ। কারণ মোবাইল অ্যাপস-এ যোগ করা হয়েছে ‘ভ্যাট চেকার ফিডব্যাক’।



আর কাজটি করেছেন এমআইএসটি’র বিমান প্রকৌশল বিভাগের জোবায়ের হোসেন বুয়েটের সিইসি বিভাগের আশিক কামাল তুরর্য।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের তত্ত্বাবধায়নে দেড় মাস সময় নিয়ে অ্যাপসটিতে ফিডব্যাক অপশান সংযোজন করা হয়েছে।

ফিডব্যাক টেকনোলজি ঢাকা পশ্চিমের অধীনে পাইলিং শুরু হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন ভ্যাট চেকার অ্যাপস তৈরির দল নেতা জোবায়ের হোসেন।

ভ্যাট চেকারে অভিযোগের ভিত্তিতে ক’মাসে ভ্যাট কমিশনারেট ঢাকাসহ সারাদেশে ও মূসক গোয়েন্দা দল ঢাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে আসছে।

অভিযানে বহু প্রতিষ্ঠানের শত শত কোটি টাকার ভ্যাট ফাঁকি উৎঘাটন, আদায় ও মামলা হয়েছে। বহু প্রতিষ্ঠান ভ্যাটের আওতায় এসেছে।

মোবাইল অ্যাপের আপডেট ভার্সন পাওয়া যাবে গুগল প্লে-স্টোরে: https://play.google.com/store/apps/details…

তিনি আরও জানান, ঢাকা পশ্চিমের অধীনে মিরপুর, মোহাম্মদপুর, সাভার, মানিকগঞ্জ, ধামরাই, টাঙ্গাইল ও জামালপুর কমিশনারেটের অধীনে এ সার্ভিস শুরু হলো।

একটি কমিশনারেটে অধীনে গবেষণা আর টেকনোলজি স্থাপনে দেড় মাস সময় লেগেছে। বাকি ১০টি কমিশনারেটে টেকনোলজি স্থাপনে দেড় মাস লাগবে না, যোগ করেন জোবায়ের।

আগে ভোক্তা ‘ভ্যাট চেকার’এ অভিযোগ দিলে ফিডব্যাক পেতেন না। এখন অভিযোগ দেওয়ার পরপরই মোবাইল স্ক্রিনে পুস নোটিফিকেশনের মাধ্যমে অভিযোগটি পাওয়া গেলো কিনা তা নিশ্চিত হবেন। নতুন রূপে সাজানো ভ্যাট চেকার মোবাইল অ্যাপস’র টেকনোলজির সাথে এনবিআরকে একটি ডেস্কটপ সফটওয়্যার তৈরি করে দেওয়া হয়েছে।

মোবাইল অ্যাপসের প্রতিটি অভিযোগ এনবিআরের সেন্ট্রাল ডাটাবেজের মাধ্যমে তদারকি করবেন-এর দায়িত্বে থাকা এনবিআরের কর্মকর্তা। পরে অভিযোগগুলো ডিভিশন অনুযায়ী পর্যালোচনা করে অভিযান বা পদক্ষেপ নেবেন। আর পিসি সফটওয়্যারে সব অভিযোগের পদক্ষেপ নিয়ে আপডেট দেওয়া হবে।

ফিডব্যাক নোটিফিকেশনের মাধ্যমে অভিযোগকারী বা ইউজারের মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে। ফিডব্যাকের বিষয়ে ভোক্তা ফের মতামত দিতে পারবেন।

এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বাংলানিউজকে বলেন, তরুণরা দেশকে এগিয়ে নেবে। ভ্যাট হিরোরা ফিডব্যাক তৈরির মাধ্যমে ভ্যাট ফাঁকি রোধে যুগান্তরকারী পদক্ষেপ নিয়েছে।

ভ্যাট ফাঁকিবাজদের তথ্য দিচ্ছে জনগণ। এদের কেউ ছাড় পাবে না। আমরা চাই মূসক আদায় করে দেশকে এগিয়ে নিতে, যোগ করেন তিনি।

** সবার কাছে পৌঁছাবে ‘ভ্যাট চেকার’

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আরইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।